চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুই জনের ১৪ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-25 17:09:52

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুই জনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডিতরা হলো- রাজশাহী মহানগরীর মতিহার থানার চর খিদিরপুর মহল্লার মো.এমরান আলীর ছেলে আক্কাস আলী (৪৫) ও রাজপাড়া থানার কাজিহাটা মহল্লার মৃত সাজাহান আলীর ছেলে মো.ডলার (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৪ সালের ১১ অক্টোবর দিবাগত রাত প্রায় দেড়টার দিকে রহনপুর-নাচোলগামী একটি প্রাইভেটকারকে থামানোর নির্দেশনা দেওয়া হলে চালক কারটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে প্রাইভেটকার থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এএসআই মনিরুল ইসলাম বাদি হয়ে নাচোল থানায় আক্কাস আলী ও ডলারকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর তাদেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে আদালতের বিচারক তাদেরকে উপরোক্ত রায়ে দণ্ডিত করেন।

এ সম্পর্কিত আরও খবর