কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে এবার ১৩৯৫ দশমিক ৭৬২ মেট্রিক টন পেঁয়াজ খালাস করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন।
তিনি জানান, মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ১৩৯৫ দশমিক ৭৬২ মেট্রিক টন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়। এসব পেঁয়াজ দ্রুত খালাস করা হয়। ১৬ জন ব্যবসায়ী এসব পেঁয়াজ আমদানি করে। ব্যবসায়ীদের বেশি করে পেঁয়াজ আমদানি করতে উৎসাহিত করা হচ্ছে।
তিনি আরও জানান, এ বন্দর দিয়ে চলতি নভেম্বর মাসে ১৯ হাজার ৮৯ দশমিক ২৯২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।