বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পরিচালনায় ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের’ নারায়ণগঞ্জের পঞ্চবটি শাখার উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি ওই ব্যাংকের চেয়ারম্যান।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এর উদ্বোধন করা হয়। এর আগে বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পুলিশের ৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
অনুষ্ঠানে জাবেদ পাটোয়ারী বলেন, ‘আমি আশা করি ব্যাংকটির পঞ্চবটি শাখা স্থাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ ও পার্শ্ববর্তী অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং শিল্প উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।’
তিনি পুলিশ বাহিনীর উদ্দেশে বলেন, ‘পুলিশ সদস্যদের জীবনমানের উন্নয়নে কাজ করা হচ্ছে। তারা যাতে পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকতে পারে সেই লক্ষ্যে বর্তমানে পুলিশ কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে।
এর আগে পুলিশ লাইন্সে উদ্বোধন করা ৮টি উন্নয়ন প্রকল্প হলো- পুলিশ লাইন্স ব্যারাক ভবন, সদর মডেল থানা ভবনের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সিদ্ধিরগঞ্জ থানা ভবন, ফতুল্লা মডেল থানা ভবনের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, আড়াইহাজার থানাধীন গোপালদী তদন্ত কেন্দ্র ভবন, পুলিশ লাইন্স আবাসিক টাওয়ার নির্মাণ, মাল্টিপারপাস হল নির্মাণ ও আড়াইহাজার থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন৷
নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশন) মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) আব্দুস সালাম, ডিআইজি (ফাইনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট) আবু হাসান মুহাম্মদ তারিক প্রমুখ৷