উদ্ধারকৃত ভয়ংকর বিষধর ‘রাসেল ভাইপার’ হস্তান্তর

মুন্সিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,মুন্সীগঞ্জ | 2023-08-30 06:36:13

মুন্সিগঞ্জের লৌহজং থেকে উদ্ধারকৃত ভয়ংকর বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া বা উলু বোড়া) সাপটি বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার মালির অংক পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা নূরে আলম বন বিভাগের কর্মকর্তাদের নিকট সাপটি হস্তান্তর করেন।

এর আগে গত রবিবার দুপুরে (২৪ নভেম্বর) সাপটি উদ্ধার করা হয়।

সাপটিকে উদ্ধারকারী চা দোকানদার উজ্জ্বল বলেন, তিনদিন আগে মালির অংক বাজারের কাছে পাওয়া সাপটিকে ইঁদুর ধরার ফাঁদে আটকে রাখি। কেউ কেউ বলছেন সাপটির নাম রাসেল ভাইপার। তবে, এমন সাপ জীবনে দেখি নাই। লম্বায় প্রায় আড়াই হাত হবে।

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দুর্লভ সাপ চন্দ্রবোড়া সাপ। এরা নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত পরিবেশে এবং কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। নিশাচর এই সাপ খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে।

পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় ও বাংলাদেশের সব বিভাগে চন্দ্রবোড়া সচরাচর এবং ব্যাপকভাবে বিস্তৃত। ভারত বাংলাদেশে মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে এরা। প্রতিবছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এ এদের কামড়েই প্রাণ হারায়।  

এ সম্পর্কিত আরও খবর