নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ | 2023-08-28 13:58:07

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটির কার্যক্রমে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাদী পক্ষের অন্তবর্তীকালী নিষেধাজ্ঞা আবেদনের প্রেক্ষিতে দুপুরে দুই দফা শুনানি শেষে সিনিয়র সহকারী জজ শিউলী রানী দাসের আদালত এই আদেশ দেন।

আদালতে মহানগর বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এবং তাদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট রফিক আহমেদ, অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম আজাদ, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অ্যাডভোকেট আশরাফুল আলম সিরাজী রাসেল, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা ও অ্যাডভোকেট আসিফুজ্জামান।

বাদী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগপন্থী আইনজীবী অ্যাডাভোকেট জালালদ্দিন নগরী ও ব্যারিস্টার মো. এনামুল কবির।

গত ১১ নভেম্বর নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ শিউলী রানী দাসের আদালতে মহানগরের ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলজার খান ও একই ওয়ার্ডের সাবেক যুগ্ম সম্পাদক (পৌরসভাকালীন) বিএনপি নেতা নূর আলম শিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ দুইজনই মহানগর বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খানের অনুগামী হিসেবে পরিচিত।

মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামালকে বিবাদী করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন এলাকা নিয়ে গঠনতন্ত্র অনুসারে নারায়ণগঞ্জ মহানগর কমিটি গঠিত ও পরিচালিত। এই সিটি করপোরেশনের আওতাধীন নারায়ণগঞ্জ থানার ৮টি ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত ১০টি ওয়ার্ড এবং বন্দর থানাধীন ৯টি ওয়ার্ড মিলে সর্বমোট ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি গঠিত।

বিএনপির নারায়ণগঞ্জ মহানগর কমিটি গত ৩০ অক্টোবর মামলার ৫ নং বিবাদী মির্জা ফখরুল ইসলাম কর্তৃক অনুমোদিত ১ বিবাদী আবুল কালাম ও ২নং বিবাদী এটিএম কামালকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ১৫১ জনের একটি বেআইনি কমিটি ঘোষণা করা হয়। এই বেআইনি কমিটি গঠনকালে নিয়ম বহির্ভূতভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্গত ১ থেকে ১০নং ওয়ার্ডের কোন নেতাকর্মীকে এই ১৫১ বিশিষ্ট কমিটিতে বাদীসহ কাউকেই পদায়ন করা হয়নি। উল্টো নারায়ণগঞ্জ জেলা কমিটি অন্তর্গত ফতুল্লা থানাধীন আলীরটেক ইউপি ও গোগনগর ইউপি এবং বন্দর থানাধীন ৫টি ইউনিয়নের নেতাকর্মীকে উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যা দলের গঠনতন্ত্রের চরম লংঘন।

যেহেতু বাদীসহ ১ থেকে ১০ নং ওয়ার্ড এর নেতাকর্মীদের পদ থেকে বঞ্চিত করার জন্যই আবুল কালাম, এটিএম কামাল, কাজী মনিরুজ্জামান ও মামুন মাহমুদ কমিটি তৈরি করে মির্জা ফখরুলের অনুমোদন নিয়েছে। সেহেতু দলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি ঘোষণা না করায় বিগত ৩০ অক্টোবর বেআইনিভাবে ঘোষিত কমিটির বিরুদ্ধে প্রতিকার চেয়ে বাদী মামলাটি দায়ের করল।

এ সম্পর্কিত আরও খবর