মৃত্যুর পূর্বে ফ্যাসিবাদের পতন দেখে যেতে চান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
তিনি বলেছেন, ‘পৃথিবীর কোনো দেশে পেঁয়াজের কেজি আড়াইশ টাকা নেই। কোনো দেশে দিনের ভোট আগের রাতে হয় না। যদি আপনারা দেখাতে পারেন তবে আমি আবদুর রব রাজনীতি ছেড়ে দেব। আমার রাজনীতির বয়স হয়েছে ৬০ বছর। যেকোনো সময় মারা যেতে পারি। এখন শুধু একটাই ইচ্ছা, মৃত্যুর আগে যাতে ফ্যাসিবাদের পতন দেখে যেতে পারি।’
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেএসডি নারায়ণগঞ্জ মহানগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আ স ম আবদুর রব বলেন, ‘আমাকে নেতা নির্বাচিত করতে আপনাদের কাছে আসিনি। এই দেশের ১৬ কোটি মানুষ আজ অসহায়। ঘর থেকে বের হয়ে নারী পুরুষ উভয়েই চাঁদাবাজ লীগের হাতে লাঞ্ছিত হচ্ছে। ঘর থেকে বের হয়ে ঠিকমতো আবার ঘরে ফিরতে পারব কিনা, তা নিয়ে আমরা সকলেই সন্দিহান। গণতন্ত্রের এমন করুণ দশা যে, ঘরে বসে রাজনৈতিক নেতারা আলাপ করব সেটাতেও পুলিশ এসে বাধা দিচ্ছে। তাদের (আওয়ামী লীগ) উঠতে বসতে সর্বত্র পুলিশি প্রহরা লাগে। এতোই যখন ক্ষমতা আপনাদের, পারলে পুলিশ ছাড়া রাস্তায় নামেন। দেখি সাধারণ মানুষের কাছে আপনারা কত জনপ্রিয়।’
তিনি আরও বলেন, ‘একটি দেশ যেভাবে নিঃস্ব হচ্ছে তাতে এই সরকারের ক্ষমতায় থাকা কোনোভাবেই শোভা পায় না। ব্যাংক লুট, ঋণগ্রস্ত জাতি, দূষণে পূর্ণ নগরী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিরাপত্তা শূন্যের কোটায় আর চাঁদাবাজদের আস্ফালন। সত্যিকার অর্থে শেখ হাসিনা এখন আর দেশের ক্ষমতায় নেই, তাকে অন্য কেউ পরিচালিত করছে। কিন্তু কে করছে আমরা তা জানি না।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, সহ-সভাপতি তানিয়া রব, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক রাজা, নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমান প্রমুখ।