ভণ্ডরা রাজনীতিতে এসে বড়বড় কথা বলে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ | 2023-08-31 03:51:16

ভণ্ডরা রাজনীতিতে এসে বড়বড় কথা বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেছেন, ‘আমি মাজে মধ্যে হতাশ হয়ে যাই। কারণ ভণ্ডরা রাজনীতিতে এসে বড়বড় কথা বলে। সত্য কথা বলার সাহস না থাকলে রাজনীতি করার দরকার নেই। জনসর্মথন ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড করা যায়, কিন্তু রাজনীতি করা যায় না।’

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার বক্তাবলী পরগণার ১৩৯ জন শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯৭১ সালের ২৯ নভেম্বর ফতুল্লার দুর্গম চরাঞ্চল বক্তাবলী পরগণায় গণহত্যা চালায় পাক সেনারা।

শামীম ওসমান বলেন, ‘বক্তাবলী গণহত্যার বিষয়ে কেউ কথা রাখেনি কথাটা সত্য। কবরী, গিয়াস, শামীম ওসমান কেউই কথা রাখতে পারেনি। আগামী জানুয়ারিতে সংসদ বসবে, আমি সেখানে এই বিষয়টি উত্থাপিত করব।’

কিছু গণমাধ্যমকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘কয়েকটি পত্রিকায় আলতু ফালতু নিউজ করে। কিছু পত্রিকা আছে ভালো নিউজও করে। জনর্দুভোগ নিয়ে লিখেন, মানুষের সমস্যা তুলে ধরেন। দেখবেন মানুষের কাছ থেকে অনেক সম্মান পাবেন। সম্মান পাওয়াটা আল্লাহর অনেক বড় রহমত।’

দোয়া ও আলোচনা সভায় আরও বক্তব্য দেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোহর আলী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর