পাবনায় সড়ক দুর্ঘটনায় পাবিপ্রবির চালক নিহত

পাবনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পাবনা | 2023-08-29 21:27:20

পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর নামক স্থানে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের চালক রাজু আহমেদ (৩০) নিহত হয়েছেন।

এ সময় পাবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র রুপম, খলিল, ট্রাক চালক নুর মিয়া (৪৫) ও পথচারী মহরমসহ (৪০) চারজন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া গ্রামের মহসিন ড্রাইভারের ছেলে ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক ও ড্রাইভার ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর যুব উন্নয়নের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রীতম কুমার দাস বলেন, বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফুটবল খেলতে গিয়ে এক ছাত্র আহত হয়। আহত ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে ফেরার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক রাজু নিহত ও ৪ জন গুরুতর আহত হয়।

খবর পেয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস হাসপাতালে ছুটে যান এবং আহতদের খোঁজ খবর নেন।

এ সম্পর্কিত আরও খবর