বিআইডাব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল-ইসলাম বলেছেন যাত্রী ও নৌযানসহ স্থাপনার নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনসহ নৌ পুলিশ ও কোষ্টগার্ডের সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে সাভারে আমিনবাজারের চামড়া শিল্প নগরী ট্যানারি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি শ্রম প্রতিমন্ত্রীর সাথে নৌযান শ্রমিকদের সাথে বৈঠক হয়েছে। সেই বৈঠকে শ্রমিকদের সবকটি দাবি মেনে নেওয়া হয়েছে। শুধু খোরাকি ভাতার বিষয়ে সময় চেয়েছিলেন শ্রম প্রতিমন্ত্রী। কিন্তু কিছু শ্রমিক গতকাল রাত থেকে আবার ধর্মঘট শুরু করেছেন।
বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, বিকেলে শ্রম ভবনে নৌযান শ্রমিকদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের শ্রমিকরা সার্বিক বিষয়ে বলতে পারবে। ধর্মঘট থেকে তারা সরে আসবে বলে মনে করেন তিনি।