শেষ বিকেলটা অন্যরকম কেটেছে নৌ শ্রমিকদের

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-29 11:42:54

বছরের অন্যসব দিনে বিকেল বেলাতে বিশেষ করে ঢাকা-পটুয়াখালী নৌ রুটে চলাচলকারী লঞ্চের শ্রমিকদের ব্যস্ততার যেন কমতি থাকে না। যাত্রীদের লঞ্চে তোলা, তাদের আসন বন্টন সহ নির্বিঘ্নে ঘাট থেকে লঞ্চ ছাড়তে যেন দম ফেলার সময় পান না তারা।

তবে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের কারণে শনিবারের (৩০ নভেম্বর) শেষ বিকেলটা একেবারেই আলাদা। এদিন ঘাটে দু’একজন যাত্রী আসলেও তাদের লঞ্চে তুলতে কারো কোনো উদ্যোগ নেই। তাইতো পটুয়াখালী নদী বন্দরে নোঙর করে থাকা লঞ্চের মাস্টার, চালক আর শ্রমিকরা ঘাটের পন্টুনে বসে আড্ডা দিয়ে সময় পার করছেন। এ যেন এক অন্যরকম বিকেল।

জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে পটুয়াখালী নদী বন্দরে তিনটি ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চ আসে। তবে সেগুলো বিকেলে পটুয়াখালী নদী বন্দর ছেড়ে যায়নি।

অনেক যাত্রী আগে থেকে এই ধর্মঘটের খবর না জানায় কিছুটা বিব্রত অবস্থায় পড়েছেন। যাদের জরুরি কাজে ঢাকা কিংবা দূরের গন্তব্যে যাওয়া প্রয়োজন তারা বাসে করে যাচ্ছেন। এ কারণে পটুয়াখালী বাসস্ট্যান্ডে যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে।

এ সম্পর্কিত আরও খবর