নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাতভর লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া আব্দুল হালিম চিশতীর বাড়িতে তরিকতে আহলে বাইত সংগঠন কেন্দুয়া শাখার আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবের উদ্বোধন করেন, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, তরিকতে আহলে বাইত সংগঠনের কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হালিম চিশতী।
তরিকতে আহলে বাইত সংগঠনের সদস্য আব্দুল বারীর সভাপতিত্বে ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূঁইয়া।
পরে কুষ্টিয়া থেকে আগত লালন চর্চা কেন্দ্র সদর আশ্রমের শিল্পী মাহফুজা মান্না মনি (মনিষা), রতন শাহ, মিজানুর রহমান ভুট্টু ও মনিকা খানম সুমী রাতভর লালন শাহ'র গান পরিবেশন করেন।