আব্দুল জব্বারের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, নেত্রকোনা | 2023-08-30 08:54:25

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিশিষ্ট লোকসংগীত শিল্পী মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (১ ডিসেম্বর)। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত এই কণ্ঠশিল্পী ২০০০ সালের এ দিনে মৃত্যুবরণ করেন।

শিল্পী আব্দুল জব্বারের বড় ছেলে আশরাফুল আলম স্বদেশী জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের কবরে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং নিজবাড়িতে কোরআন তেলাওয়াতসহ বাদ আসর স্থানীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে প্রয়াতের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদেরকে উপস্থিত থাকার জন্যও পরিবারের পক্ষ থেকে আহবান জানান তিনি।

উল্লেখ্য, ১৯৫৪ সালের ১ জানুয়ারি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কণ্ঠশিল্পী আব্দুল জব্বার। তিনি কেন্দুয়া ঝংকার শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা, কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের অর্থ কমান্ডার, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের তিনবার সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

এ সম্পর্কিত আরও খবর