ঝালকাঠিতে ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা

বরিশাল, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-29 22:30:02

ঝালকাঠির নলছিটি উপজেলার মেসার্স ইসলাম ব্রিকস নামে অবৈধ ইটভাটার মালিক মো. জাকির হোসেনকে ২০ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে দুই বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটার ম্যানেজার মো. আবুল কালামকে এক বছরের কারাদণ্ডসহ ইটভাটাটি বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।

বোরবার (১ ডিসেম্বর) দুপুরে উপজলার মগড় ইউনিয়নের সুজাবাদ গ্রামে পরিবশ অধিদফতর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ওই জরিমানা করে।

বরিশাল পরিবেশ অধিদফতরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রট আবদুল হালিম বিষয়টি বার্তা ২৪.কমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুজাবাদ গ্রামের সুগন্ধা নদীর তীরে মেসার্স ইসলাম ব্রিকস নামে অবৈধভাবে এ ইট ভাটাটি তৈরি করা হয়। কিন্তু ইট ভাটাটিতে আইনগত কোনো বৈধতা না থাকায় এ দণ্ড প্রদানসহ ভাটাটি বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে এ দণ্ডাদেশ ও জরিমানা করা হয়েছে।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে র‌্যাব ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট অংশ নিয়ে ভাটার ৮০ লাখ টাকা মূল্যের কাঁচা ইট পানি দিয়ে ধংস করে দেয়।

এ সম্পর্কিত আরও খবর