নাটোরের নলডাঙ্গা উপজেলায় রবি ২০১৯-২০ ও পরবর্তী খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার ৭৬০ জন কৃষকের মধ্যে ২৩ লাখ টাকার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বির সভাপতিত্বে এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, দুই ধাপের প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভুট্টা, পেঁয়াজ, মুগ ও তিল আবাদের জন্য বিনামূল্যের এ সহায়তা দেওয়া হয়েছে।