না ফেরার দেশে মুক্তিযোদ্ধা ইলিয়াস

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-08-29 19:47:21

যার নেতৃত্বে লালমনিরহাট থেকে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি সেনারা সেই মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ইলিয়াস হোসেন চলে গেলেন না ফেরার দেশে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট সদর হাসপাতালে মারা যান তিনি। এর আগে ভোরে অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা।

জানা গেছে, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর লালমনিরহাট হানাদার মুক্ত হয়। ওই দিন মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের নেতৃত্বে লালমনিরহাট থেকে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি সেনারা।

স্বজনরা জানায়, ইলিয়াস হোসেন দীর্ঘদিন কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

এদিকে তার মৃত্যুতে পুরো জেলায় নেমে এসেছে শোকের ছায়া। দুপুর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা, মুক্তিযোদ্ধারাসহ সাধারণ মানুষ ছুটে যান শহরের টিউমল পাড়াস্থ ইলিয়াস হোসেনের নিজস্ব বাসভবনে। তারা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ আছর শহরের নিউ কলোনি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর