হবিগঞ্জে গ্রাজুয়েটদের চীনে চাকরির সুযোগ

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর, হবিগঞ্জ | 2023-08-31 07:10:04

হবিগঞ্জে এই প্রথম এককভাবে ‘অভিবাসী চাকরি মেলা’র আয়োজন করা হয়েছে। বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক শক্তিধর দেশ চীনে শিক্ষিত ও দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ‘সাইক ওভারসিজ’ এই মেলার আয়োজন করেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ মেলা শুরু হবে।

`সাইকগ্রুপ ও সাইকওভারসিজ’র চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বিশেষ অতিথি থাকবেন হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এসএম তরিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম প্রমূখ।

মেলার মাধ্যমে হবিগঞ্জের ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী ৫০ জন গ্রাজুয়েট যুবককে স্বল্প খরচে চাকরি নিয়ে চীনে যাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। তবে শুধু হবিগঞ্জ জেলা নয়, সুযোগ পাবেন আশপাশের জেলার গ্রাজুয়েটরাও।

এ ব্যাপারে ‘সাইক ওভারসিজ’র পরিচালক নূরনবী সিদ্দিক সুইন জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি রাজশাহীসহ জেলায় জেলায় ‘সাইক ওভারসিজ’কে চাকরি মেলা আয়োজন করার অনুমতি প্রদান করে। দেশের শিক্ষিত ও দক্ষ জনশক্তির বড় একটি অংশকে দেশের বাইরে সম্মানজনক কাজে পাঠানো হবে। উন্নত পরিবেশে থাকা-খাওয়া, মেডিকেল, ইন্স্যুরেন্সসহ লোকাল ট্রান্সপোর্ট কোম্পানি বহন করবে। বেতনও অনেক দেশের তুলনায় স্ট্যান্ডার্ড মানের। কাজের পরিবেশ অত্যন্ত চমৎকার।’

তিনি বলেন- ‘২০১৭ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে যারা স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় পাস করেছেন তারা দেশটিতে চাকরি নিয়ে যাওয়ার জন্য ইন্টারভিউ পর্বে অংশ নিতে পারবেন। চীনের জিয়াংশি প্রদেশের ২টি কারখানার জন্য অপারেটর হিসেবে তারা সুযোগ এ পাবেন।

এ সম্পর্কিত আরও খবর