গেঞ্জিতে পেঁয়াজ নিয়ে বাড়ি ফিরছেন বাদল

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-10 22:15:38

পটুয়াখালী শহরের হেতালিয়া বাঁধঘাট এলাকার বাসিন্দা বাদল হাওলাদার (৩২)। পেশায় অটোরিকশা চালক। দুই সন্তান, স্ত্রীকে নিয়ে ৪ জনের সংসার তার।

বাদলের সংসারে আয়-ব্যয়ের হিসাবের মধ্যে সঞ্চয়ের কোনো জায়গা নেই। তাইতো ২৫০ টাকা কেজির পেঁয়াজ কিনে খাওয়া বাদলের কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। গত একমাসে পেঁয়াজ ক্রয় করেননি তিনি।

তবে বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সাধ আর সাধ্যের সম্মিলন ঘটেছে বাদলের। শহরের কেন্দ্রীয় ঈদগা মাঠে ৪৫ টাকা দরে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিক্রি করা পেঁয়াজ কিনেছেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, সবাই যখন ব্যাগ হাতে ঈদগা মাঠে পেঁয়াজ কিনতে ঢুকছে, তখন সময় নষ্ট না করে খালি হাতেই লাইনে দাঁড়িয়ে পড়েন বাদল। এরপর ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে ব্যাগের বদলে নিজের শরীরের গেঞ্জিতে করে তা নিয়ে খুশি মনে বাড়ি ফিরছেন তিনি।

বাদল বলেন, ‘গত এক মাসে পেঁয়াজ ক্রয় করি নাই। আজ দুপুরে যখন বাড়ি ফিরছিলাম তখন টিসিবির পেঁয়াজ বিক্রি করতে দেখি। পরে দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ১ কেজি পেঁয়াজ ক্রয় করি।’

এদিকে বাদলের মতো শহরের নিম্নমধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারের অনেকেই লাইনে দাঁড়িয়ে থেকে টিসিবির পেঁয়াজ ক্রয় করছেন।

এ সম্পর্কিত আরও খবর