নেত্রকোনা রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোহনগঞ্জগামী লোকাল ২৬৪ নম্বর ডাউন ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সন্ধ্যায় ট্রেনটি নেত্রকোনা বড় স্টেশনে পৌঁছায়। এ সময় মোগনগঞ্জগামী যাত্রীরা ট্রেনটির ছাদে উঠতে গিয়ে ওই যুবকের মরদেহ দেখতে পান। বিষয়টি যাত্রীরা স্টেশন মাস্টার রফি উদ্দিনকে জানালে তিনি নেত্রকোনা মডেল থানা পুলিশকে খবর দেন। পরে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়মনসিংহ জিআর পুলিশের অনুমতি নিয়ে মরদেহ নামিয়ে স্টেশনে রাখে। এরপর মরদেহটি জিআর পুলিশ নিয়ে যায়।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন জানান, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। কোনো গাছের ডাল বা ব্রিজের গার্ডারে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।