বগুড়া আ.লীগের সম্মেলন ঘিরে তিন স্তরের নিরাপত্তা

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-09-01 18:05:12

আগামী ৭ ডিসেম্বর (শনিবার) বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। তবে সম্মেলনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কাও দেখা দিয়েছে। এ কারণে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঁচ বছর পর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের যেমন উৎসাহ উদ্দীপনা রয়েছে, তেমনি সহিংসতারও আশঙ্কা করছেন অনেকেই। এবারের সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে ১৬ প্রার্থী রয়েছেন। ৫১৫ জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। সম্মেলনে ৫ হাজার নেতাকর্মী অংশ নেবে।

জানা গেছে, শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সম্মেলনে প্রবেশের সময় দেহ তল্লাশি করা হবে। সম্মেলন স্থলের ভেতরে এবং বাইরে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের নেতারা ছাড়াও পুলিশের পক্ষ থেকে একাধিকবার সম্মেলন স্থল পরিদর্শন করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, সহিংসতা হলে তা দমনের জন্য পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর