শিগগিরই রংপুর মেগা সিটিতে পরিণত হবে: মেয়র মোস্তফা

রংপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-09-01 23:21:31

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুরে পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে। তাই খুব অল্প সময়ের মধ্যেই রংপুর মেগা সিটিতে পরিণত হবে।

তিনি বলেন, রংপুরের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বেশি আন্তরিক। এ কারণে উন্নয়ন থেমে নেই।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে রংপুর মহানগরীর আরএএমসি শপিং কমপ্লেক্সে রয়্যালটি মেগামলের উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোস্তফা বলেন, আমি একাই চাইলে উন্নয়ন হবে না। সবার সহযোগিতা থাকা চাই। সবাইকে উন্নয়নের স্বার্থে ছাড় দিয়ে এগিয়ে আসবে হবে। বেকারত্ব ঘুচতে সিটিতে কর্মসংস্থান বাড়াতে হবে। তরুণ উদ্যোক্তাদের আরো বেশি বেশি প্রতিষ্ঠান গড়ার সুযোগ করে দিতে হবে।

রয়্যালটি মেগামলের ব্রান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ফেরদৌস হোসেন বলেন, তরুণরাই দেশকে এগিয়ে নিচ্ছে। আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা বেশি। তারা উদ্যোক্তা। তারা কর্মক্ষেত্র তৈরি করছে। বেকারত্ব দূরীকরণে কাজ করছে। এ ধারাবাহিকতায় রয়্যালটি মেগামলের রংপুরে দৃষ্টান্ত তৈরি করতে পেরেছে।

রয়্যালটি মেগামলের ব্যবস্থাপনা পরিচালক তানবীর হোসেন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মাহফুজার রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক আনোয়ারুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আনোয়ারা ফেরদৌসি পলি, রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ প্রমুখ ‍উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রয়্যালটি মেগামলের চেয়ারম্যান তৌহিদ হোসেন আশরাফী।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের তারকা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এর আগে রয়্যালটি মেগামলের ব্রান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ফেরদৌসসহ অন্যান্য অতিথিরা নতুন পাঁচটি শো-রুমের উদ্বোধন করেন।

এ সম্পর্কিত আরও খবর