মাদারীপুরের শিবচরে কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকরা। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত বিদ্যালয়ের মাঠে এ বিক্ষোভ করা হয়। পরে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে শিক্ষার্থীরা এ বিক্ষোভ স্থগিত করেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়, শিক্ষক নিয়োগে দুর্নীতি, সনদ বিতরণের টাকা আদায় সহ নানা অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
প্রধান শিক্ষকের দুর্নীতির বিষয়ে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রাকিব জানান, আমার কাছে থেকে ফরম পূরণ বাবদ সাত হাজার টাকা নেওয়া হয়েছে।
বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী হাফছা বলেন, 'আমার কাছে ফরম পূরণ বাবদ দশ হাজার টাকা চেয়েছিলো। আমি পাঁচ হাজার টাকা দিছি, কিন্তু স্যার আমার ফরম পূরণ করেনি।'
এ বিষয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মনোয়ার হোসেন বেপারী বলেন, 'আমরা শিক্ষার্থীদের অভিযোগ ও দাবিগুলো শুনেছি। দুই একদিনের মধ্য বিষটি তদন্ত করে আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।'
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠানের কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দুঃখজনক। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকলে তদন্ত করে প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'
তবে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাখাওয়াত হোসেনের মোবাইল কল দিয়ে বিষয়টি জানতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।