১৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-29 16:27:32

নওগাঁর নেয়ামতপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১৩ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পাইরুল ইউনিয়নের গন্ধশাইল গ্রামে একটি বাড়ির পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ আটক হয়নি।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিজিবি’র সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট আশরাফুলের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স নওগাঁ জেলার নেয়ামতপুর উপজেলার পাইরুল ইউনিয়নের গন্ধশাইল গ্রামের জনৈক রুহুল আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশে মূর্তিটি সেখানে রাখা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কষ্টি পাথরের মূর্তিটি ফেলে পালিয়ে যায়। মূর্তিটি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর