রংপুরে অর্ধকোটি টাকার কর আদায়

রংপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,রংপুর | 2023-08-21 22:31:30

চলতি বছরে প্রায় অর্ধকোটি টাকা কর আদায় করেছে রংপুর কর অঞ্চল। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। রংপুর কর অঞ্চলের উপ-কর কমিশনার (সার্কেল-১ কোম্পানীজ) সুমন কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রংপুর অঞ্চলে ৪৯ কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৮৮ টাকা কর আদায় হয়েছে। এর বিপরীতে রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ২ হাজার ৬৯০ জন করদাতা।

তিনি আরও জানান, গত বছর আয়কর মেলায় সেবা গ্রহণকারী করদাতার সংখ্যা ছিল প্রায় ৫৮ হাজার। রিটার্ন দাখিল করেছিল ১৯ হাজার ২শ ৩২ জন করদাতা। কর আদায় হয়েছিল ২৩ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার ৮শ ৪৯ টাকা। এবার তা ছাড়িয়ে দ্বিগুণ হয়েছে। অন্যদিকে এবার আয়কর দেওয়ার জন্য সময় বৃদ্ধি চেয়ে আবেদন করেছেন ১৮ হাজার ৩শ ২৩ জন করদাতা।

এদিকে রংপুর অঞ্চলে প্রতি বছর করদাতা ও আয়কর আদায়ের পরিসংখ্যান বাড়লেও কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন ব্যবসায়িক নেতারা। তারা মনে করছেন, উন্নয়নের স্বার্থে নতুন করদাতার সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরিকল্পিত কিছু উদ্যোগ নেওয়া জরুরি।

এ বিষয়ে রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশন রংপুরের সভাপতি মাসুদ খান বার্তা২৪.কম-কে বলেন, 'এক সময় মানুষ ভ্যাট ট্যাক্সের কথা শুনলে ভয় পেত। লুকিয়ে থাকত। এখন সেই মানসিকতার পরিবর্তন হয়েছে। আমাদের দেওয়া ভ্যাট ট্যাক্সে দেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। তবে রংপুর অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আমাদের কর প্রদানে আরো বেশি উৎসাহিত করতে হবে।'

রংপুর কর অঞ্চলের কর কমিশনার মো.আবদুল লতিফ বার্তা২৪.কম-কে বলেন, মানুষের মাঝে আয়কর দেয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আয়কর হচ্ছে দেশের সমৃদ্ধির অক্সিজেন। আয়কর যত বেশি আদায় হবে, দেশে উন্নয়ন ততই তরান্বিত হবে। সরকারের রাজস্ব বাড়ার অর্থ হচ্ছেই কর বেড়েছে, কর দাতার সংখ্যা বেড়েছে। আমাদের সকলের উচিত, উন্নয়নের স্বার্থে নিয়মিত আয়কর প্রদান করা।

জানা গেছে, চলতি বছর রংপুর কর অঞ্চলের আওতায় রংপুর নগরীসহ সাত জেলা এবং পাঁচ উপজেলার মোট ১২টি ভেন্যুতে আয়কর মেলার আয়োজন করা হয়েছিলো। এতে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে করদাতারা কর প্রদান করেন।

এ সম্পর্কিত আরও খবর