ইভিএমে প্রথমবারের মতো চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। আগামী ১৩ জানুয়ারি ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। হাইমচর উপজেলার মোট ৩১টি ভোটকেন্দ্রের প্রত্যেকটিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৮২ হাজার একশ ১০ জন।
এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
হাইমচর উপজেলা নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন হোসেন বার্তা২৪.কম-কে বলেন, গত ৫ ডিসেম্বর হাইমচর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে সকল ভোটকেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ভোটারদের অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
নির্বাচনী তফসীল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় আগামী ১২ ডিসেম্বর। যাচাই ও বাছাই ১৫ ডিসেম্বর ও প্রত্যাহারের তারিখ ২২ ডিসেম্বর।