কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্মেলন আজ

কুমিল্লা, দেশের খবর

আবদুর রহমান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-31 00:37:12

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন সোমবার (৯ ডিসেম্বর)। চান্দিনা মহিলা কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এই আয়োজনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ পেতে লবিং-গ্রুপিং চালিয়ে যাচ্ছেন প্রত্যাশীরা।

তবে লবিং নয়, মাঠের আন্দোলন-সংগ্রামে কর্মীদের সঙ্গে কাজ করতে গিয়ে মিথ্যা মামলা-হামলার শিকার হয়েছেন, এমন ত্যাগী নেতাদের গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন চান দলের তৃণমূল।

দলীয় সূত্র জানায়, কুমিল্লা জেলার উত্তরের ৭ উপজেলার পাঁচটি সংসদীয় আসন নিয়ে রাজনৈতিকভাবে কুমিল্লা উত্তর জেলা গঠিত।

এগুলো হলো মুরাদনগর, দেবিদ্বার, চান্দিনা, হোমনা, মেঘনা, তিতাস ও দাউদকান্দি।

১৯৯২ সালে সাংগঠনিকভাবে কুমিল্লা জেলাকে দুই ভাগ করে উত্তর ও দক্ষিণ জেলায় বিভক্ত হয়। প্রথম কমিটির সভাপতি ছিলেন চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, সাধারণ সম্পাদক হন জাহাঙ্গীর আলম সরকার।

১৯৯৭ সালে দ্বিতীয়বার ঘোষিত কমিটির সভাপতি ছিলেন দাউদকান্দির আবদুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক পদ পান জাহাঙ্গীর আলম সরকার।

দীর্ঘ ১৯ বছর পর ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি ঘোষিত কমিটিতে আবদুল আউয়াল সরকারকে ফের সভাপতি ও জাহাঙ্গীর আলম সরকারকে সাধারণ সম্পাদক করা হয়। সর্বশেষ গত ২০ অক্টোবর সম্মেলনের জন্য ২৮ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

এদিকে জনপ্রিয়তা দৃশ্যমান করতে নিজ নিজ নেতার পক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছেন মাঠকর্মীরা। চায়ের দোকান থেকে শুরু করে খেলার মাঠ, স্কুল-কলেজ, বাজার, দোকানসহ সব জায়গায় সভাপতি ও সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে আলোচনা।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এম হুমায়ূন মাহমুদ নিশ্চিত করেছেন নির্ধারিত তারিখেই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করবেন কমিটির বর্তমান সভাপতি আউয়াল সরকার।

এছাড়া থাকবেন প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, পানিসম্পদ উপমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুরসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা সম্মেলনে বক্তব্য রাখবেন।

দলীয় সূত্র জানায়, সম্মেলনকে ঘিরে সভাপতি পদের প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো.রুহুল আমিন।

সাধারণ সম্পাদক পদে কুমিল্লা উত্তরের ত্যাগী নেতা রোশন আলী মাস্টারসহ বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এম হুমায়ূন মাহমুদ, তিতাস-হোমনা আসনের সংসদ সদস্য সেলিমা আহমদ মেরি, দাউকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল।

সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘২৭ বছর ধরে দলের জন্য কাজ করছি। কর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছি। আশা করি, নেত্রী আমাকে হতাশ করবেন না। আমি আশাবাদী, আমাকে মূল্যায়ন করা হবে।’

আরেক সভাপতি প্রার্থী রুহুল আমিনের মন্তব্য, ‘কেন্দ্রের নির্দেশে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। সময়মতো উপজেলা ও ইউনিয়ন সম্মেলন শেষ করা যায়নি। এই সম্মেলনে দলের যোগ্য ও ত্যাগী নেতারা গুরুত্বপূর্ণ পদে আসবেন বলে আশা করছি। আমাকে মূল্যায়ন করা হলে দলের কর্মীরাই বেশি উপকৃত হবেন।’

সাধারণ সম্পাদক প্রার্থী রোশন আলী মাস্টারের কথায়, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এলাকায় দলের জন্য কাজ করতে গিয়ে অসংখ্যবার হামলার শিকার হয়েছি। বিএনপির ক্যাডারদের হামলার কারণে ২০০৪ সালের ১৭ সেপ্টেম্বর মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছুই অবগত আছেন। তিনি যেভাবে চাইবেন, সেভাবেই সব হবে।’

এ সম্পর্কিত আরও খবর