আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবসে যশোরের চাঁচড়া বধ্যভূমি স্মৃতিসৌধের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করেন যশোরের সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতারা।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী দেশে যেভাবে গণহত্যা চালিয়েছিল তা কখনো ভুলে যাওয়ার নয়। বিজয়ের মাসে আমরা স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সকল বীর শহীদকে।
বিকৃত ইতিহাস পরিহার করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান নেতারা।
এ সময় বক্তব্য দেন- জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু, কালচারাল অফিসার হায়দার আলী শিম্বা প্রমুখ।
২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৬ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিবসটি পালন করে আসছে।