জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে টাঙ্গাইলে র্যালি ও আলোচনা সভা হয়েছে। ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে সাবালিয়াস্থ টাঙ্গাইল বিভাগীয় ভ্যাট কর্মকর্তার কার্যালয় থেকে একটি র্যালি বের করেন।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভ্যাট কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের সহকারী কমিশনার শেখ মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন বিভাগীয় দফতরের রাজস্ব কর্মকর্তা তোফায়েল আহমেদ, সহকারী রাজস্ব কর্মকর্তা আতিকুল ইসলাম আকন্দসহ ভ্যাট অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভ্যাটদাতারা উপস্থিত ছিলেন।
এ সময় বিভাগীয় ভ্যাট কর্মকর্তা ব্যবসায়ীদের নিয়মিত ভ্যাট প্রদান করে দেশের উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান।