রাঙামাটিতে মিথ্যা চুরির মামলা করায় সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.এন.এম মোরশেদ খান এর আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
আদালতের বেঞ্চ সহকারী মোঃ মনজুরুল ইসলাম জানিয়েছেন, চলতি বছরের ১৬ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে রাঙামাটির কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া সুগার মিল আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা আবুল কাশেমের পুত্র সাদ্দাম হোসেন বাদী হয়ে তার এলাকার স্বপন, খোকন, মাসুদ, জাকির হোসেন ও মহিনের বিরুদ্ধে টাকা চুরির মামলা করে।
মঙ্গলবার অভিযোগ শুনানিকালে বাদীর আচরণ সন্দেহজনক মনে হয়। এক পর্যায়ে মামলাটি মিথ্যা মনে হওয়ায় বাদী মোঃ সাদ্দাম হোসেনকে ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ২৫০ (২) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিবাদীরা।