পাটগ্রামে মানবতার দেয়াল

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,লালমনিরহাট | 2023-08-24 00:04:56

লালমনিরহাট থেকে ৮৫ কিলোমিটার দূরে পাটগ্রামে উপজেলা ডাকঘরের বিপরীতে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল মানবতার দেয়ালের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর থেকে একাধিক শীতার্ত সুবিধাবঞ্চিত, হতদরিদ্র বিভিন্ন বয়সের মানুষ মানবতার দেয়াল থেকে প্রয়োজনীয় পোশাক নিয়ে যেতে থাকে। অনেকে পোশাক রেখেও যান। উপজেলা ডাক বাংলোর দেয়ালে স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল ইউনিটি ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার দেয়াল প্রতিষ্ঠা করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার দেব শর্মা, পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত, সোস্যাল ইউনিটি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক আফতাবুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর