কুষ্টিয়া মুক্ত দিবস পালিত

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-27 05:17:19

আজ ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলা শত্রুমুক্ত হয়।

দিবসটি উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু ভাস্কর্যে ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন।

পরে পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দেন।

এরপর জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন শেষে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর