১২ ডিসেস্বর কুড়িগ্রাম জেলা আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2023-08-26 20:46:47

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে শহর জুড়ে শোভা পাচ্ছে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন। স্থানীয় নেতা-কর্মীদের প্রত্যাশা সম্মেলনের মধ্য দিয়ে বেড়িয়ে আসবে পরিক্ষিত নতুন নেতৃত্ব।

জেলার ৯ উপজেলার মধ্যে ৩টি উপজেলার সম্মেলন শেষ করতে পেরেছে জেলা আওয়ামী লীগ। এমন অবস্থায় অনুষ্ঠিত হচ্ছে জেলা সম্মেলন। এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এই সম্মেলনে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত হবেন নতুন নেতৃত্ব। নতুন-পুরাতন কে আসবেন এই নিয়ে নেতা-কর্মীদের মাঝে চলছে জল্পনা-কল্পনা।

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাঈদ হাসান লোবান বলেন, ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে দলের ভেতর নেতৃত্ব নির্বাচনে নানা জল্পনা-কল্পনা থাকলেও দলীয় সভানেত্রীর সিদ্ধান্তই চুড়ান্ত বলে মনে করছেন স্থানীয় নেতারা।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম আব্রাহাম লিংকন জানান, ৩ বছর পরপর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় ৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জেলা সম্মেলন। তবে নতুন নেতৃত্বের দাবিদাররা বলছেন নির্বাচিত হলে ৩ বছর পরপর সম্মেলনের ব্যবস্থা করবেন। সম্মেলনে নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন এ নেতা।

কুড়িগ্রাম জেলা সম্মেলনে ৯ উপজেলা, ৩ পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলররা নেতৃত্ব নির্বাচিত করবেন।

সম্মেলনে উপস্থিত হবার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সর্বশেষ ২০১৩ সালের ৬ ফ্রেব্রয়ারি সম্মেলনে সভাপতি পদে আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল এবং সাধারণ সম্পাদক পদে মো. জাফর আলী নির্বাচিত হয়েছিলেন।

এ সম্পর্কিত আরও খবর