নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিশুকে (সাড়ে ৪ বছর) ধর্ষণের অভিযোগে জীবন (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার রাতে সোনারগাঁ থানার অলিপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জীবন একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, ভিকটিম শিশু ও আটক জীবন সম্পর্কে চাচা-ভাতিজি। গত ৯ ডিসেম্বর দুপুরে শিশুটিকে বাড়িতে নিয়ে এসে ধর্ষণ করে জীবন। পরে শিশুটি তার বাবাকে বিষয়টি জানালে তাকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।