নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ঘোষণাপত্রে ‘জয় বাংলা’ স্লোগান না থাকলে নিবন্ধন বাতিল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা ছিলো আমাদের রণধ্বনি। এই স্লোগান দিয়ে যুদ্ধ করে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করেছি। হাইকোর্ট জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তাই নির্বাচন কমিশনের উচিত নিবন্ধিত দলগুলোকে চিঠি দিয়ে তাদের ঘোষণাপত্রে জয় বাংলা স্লোগান অন্তর্ভুক্ত করতে বলা।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল পৌরসভা আয়োজিত হানাদার মুক্ত দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেন, নয় মাস যুদ্ধ শেষে ১১ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা টাঙ্গাইলকে হানাদার মুক্ত করেছিলেন। সেই যুদ্ধে একজন কোম্পানি কমান্ডার হিসেবে তিনি (কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক) আগের দিন রাতে টাঙ্গাইল শহরে প্রবেশ করেন এবং সেখানে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।
টাঙ্গাইলের পৌর মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল সদর আসনের সাংসদ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির, সংরক্ষিত আসনের সাংসদ খন্দকার মমতা হেনা লাভলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, মুক্তিযুদ্ধকালিন কাদেরিয়া বাহিনীর প্রশাসক আবু মোহাম্মদ এনায়েত করিম, পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল প্রমুখ।