জোছনা উৎসবের জন্য প্রস্তুত শুভসন্ধ্যা

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,বরগুনা | 2023-08-29 06:33:51

জোছনা উৎসবের জন্য প্রস্তুত সমুদ সৈকত শুভসন্ধ্যা। মুজিববর্ষ উপলক্ষে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পঞ্চমবারের মতো জোছনা উৎসব অনুষ্ঠিত হবে।

বুধবার(১১ ডিসেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় র‌্যালির মাধ্যমে শুরু হবে এ উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে গান, কবিতা, পুঁথি, পুতুল নাচ, যাদু প্রদর্শনী, যাত্রাপালা, হয়লা গান, নৃত্য এবং ফানুস ওড়ানোর।

বরগুনার প্রধান তিনটি নদী পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় জেগে ওঠা চর 'শুভসন্ধ্যা'। চরের একদিকে সীমাহীন সাগর, আরেকদিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট টেংরাগিড়ি। 

এ সম্পর্কিত আরও খবর