খাবারের মেন্যু নিয়ে মারামারি, শ্রমিক নিহত

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2023-08-11 17:04:46

দুপুরের খাবারের মেন্যু নিয়ে দুই শ্রমিকের মারামারিতে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ বালুমহালের ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক জাহিদ হাসান (৩০) লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার ইসলামগঞ্জ ইউনিয়নের হাটহাজারী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলাউদ্দিন।

পুলিশ অভিযুক্ত শ্রমিক মহিন উদ্দিনকে (২২) আটক করেছে। আটক মহিন উদ্দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর এলাকার বাসিন্দা।

আটক মহিন উদ্দিন জানান, আলীগঞ্জ বালুমহালে শাহ সিমেন্টের বস্তা বোঝাই একটি কার্গোতে মালামাল স্থানান্তর কাজে নিয়োজিত ছিলেন ওই দুই শ্রমিক। দুপুরের খাবারের মেন্যুতে শাক-সবজি থাকায় রাগ করেন জাহিদ। তিনি চেয়েছিলেন মাছ-মাংস থাকবে। ওই সময় মহিন উদ্দিন টাকা চুরি করেছে বলে অভিযোগ করেন জাহিদ। এতে ক্ষিপ্ত হয়ে কার্গো থেকে জাহিদকে ধাক্কা দেন মহিন উদ্দিন। পরে জাহিদ নদীতে ডুবে যান। এরপর ডুবুরি দল জাহিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন রনি জানান, মহিন উদ্দিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর