নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার হরিয়ামালা গ্রামে সাত ছেলে সন্তান থাকার পরও ভিক্ষা করে জীবন চালানো সেই বৃদ্ধা মা জরিনা বেগম এবার একটি বয়স্ক ভাতার কার্ড পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান বৃদ্ধা জরিনা বেগমের বাড়িতে ছুটে যান। পরে সেখানে তারা বৃদ্ধার সঙ্গে কথা বলে তার সার্বিক খোঁজ-খবর নেন এবং বৃদ্ধা জরিনা বেগমের নামে করা একটি বয়স্ক ভাতার কার্ডের বই তার হাতে তুলে দেন।
এ সময় ওই বৃদ্ধার ভরণপোষণের দায়িত্ব নেয়া সংগঠন কল্যাণী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সমাজসেবী কল্যাণী হাসানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম বলেন, ‘ভাতার কার্ড প্রদানের পাশাপাশি আমরা ওই বৃদ্ধাকে সন্তানদের বিরুদ্ধে ভরণপোষণের মামলা করার পরামর্শ দিয়েছি।’
উল্লেখ্য, রোববার অসহায় বৃদ্ধা জরিনা বেগমকে নিয়ে বার্তা২৪.কমে ‘ভিক্ষা করে দিন কাটে সাত ছেলের মা জরিনার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।