মানিকগঞ্জে ১০ জয়িতাকে সংবর্ধনা-ক্রেস্ট প্রদান

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-31 14:51:49

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১০ জনকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাদিরা আক্তারের সভাপতিত্বে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা নারী সংস্থার চেয়ারম্যান লক্ষ্মী চ্যাটার্জী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসামাউল হুসনা লিজা, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাবিহা হাবিব, উদীচীর জেলা কমিটির সভাপতি কাজী লুৎফুন নাহার শিউলী, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন এবং জয়িতা নারীরা বক্তব্য দেন।

পরে সদর উপজেলায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হোসনে আরা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ফারজানা আক্তার, সফল জননী নারী সেলিনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী সালেহা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী কল্পনা রানী সরকার এবং জেলায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আঞ্জুয়ারা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সুপর্না রানী রায়, সফল জননী নারী সুফিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী কুলসুম বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী নাজমা আক্তারকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর