অবৈধভাবে ভারতে প্রবেশ, ১ বছর কারাভোগের পর ১৯ বাংলাদেশিকে ফেরত

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-27 06:03:10

অবৈধভাবে ভারতে প্রবেশ করায় ১৯ বাংলাদেশি যুবককে এক বছর কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান পাঠান জানান, ফেরত আসা যুবকদের প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ফেরত আসা যুবকরা ভালো কাজের জন্য দুই বছর আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যান। সেখানে তামিলনাড়ু প্রদেশের একটি শহরে গার্মেন্টসে চাকরি করেন। পরে ওই গার্মেন্টসে পুলিশের কাছে ধরা পড়েন তারা। পুলিশ তাদের আদালতের মাধ্যমে চেন্নাই সেন্ট্রাল জেলে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসেন।

ফেরত আসা যুবকরা হলেন- শেরপুর জেলার রিয়াজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, জয়নাল আবেদিনের ছেলে বিজয় মিয়া, হাসেম আলীর ছেলে মুক্তার মিয়া, চাঁন মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম, চানমিয়ার ছেলে সুমন মিয়া, শাহিন মিয়ার ছেলে আবুল কালাম, জলীলের ছেলে আশিক মিয়া, আফিল উদ্দিনের ছেলে ছমির মিয়া, রেজাউদ্দিনের ছেলে লালমিয়া, আব্দুর রাজ্জাকের ছেলে মঞ্জুরুল হক, লালমনিরহাট জেলার আমিনুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার শাহজাহান খানের ছেলে সজিব হোসেন, তার সহোদর দোলন হোসেন, গাজীপুর জেলার মেরাজ আলীর ছেলে কবির হোসেন, শাহেদ আলীর ছেলে হাবিবুর রহমান, সৈয়দপুর জেলার সরাফাত হোসেনের ছেলে খালিদ বিন খোকন, মাদারীপুর জেলার খালেক মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন, দিনাজপুর জেলার জয়নাল আবেদিনের ছেলে রফিকুল ইসলাম, নরসিংদী জেলার বিল্লাল হোসেনের ছেলে নজরুল ইসলাম। এদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর