মানিকগঞ্জে শুরু হয়েছে বিজয়মেলা

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-31 01:39:19

মানিকগঞ্জে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় জেলা প্রশাসক এস. এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মেলা উদযাপন কমিটির সভাপতি গোলাম মহীউদ্দীন ও সদস্য সচিব আবদুল মজিদসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী আল শামস, আলবদরসহ যুদ্ধাপরাধীদের বিচার করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। বঙ্গবন্ধু হত্যাকারী যারা এখানো দেশের বাইরে রয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে হবে। আর এটাই হবে এই বিজয় মাসের মূলমন্ত্র।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র এখনো ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করা হবে।

১৫দিনের বিজয় মেলায় রয়েছে দুই শতাধিক স্টল। মেলার মূল মঞ্চে প্রতিদিনই মুক্তিযুদ্ধের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর