রাজবাড়ীতে পৃথক দুটি অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক চারজনের মধ্যে দু’জন নারী রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ১২৫ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার জীবননগরের আব্দুল কুদ্দুসের ছেলে মো. আল-আমিন (৩০), গোয়ালন্দের মৃত মহিউদ্দিনের স্ত্রী মোছা. বেগম (৫৫), পাংশার চর-ঝিকড়ি গ্রামের মৃত জলিল মুন্সীর মেয়ে মোছা. জরিনা আক্তার সুমি (২০) ও কুষ্টিয়ার দৌলতপুরের মো. আশরাফুল রহমানের ছেলে মো. রাশেদুল আলী (২৮)।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) মো. ওমর শরীফ জানান, রাজবাড়ীর পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের সদর উপজেলার বাগমারা ও দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।