বগুড়ার নন্দীগ্রামে মাঠ থেকে আব্দুর রহীম ওরফে বল্টু নামের (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ নারী-পুরুষসহ ৫ জন পীরের মুরিদকে আটক করেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহীম একই উপজেলার সিংজানি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
জানা গেছে, আব্দুর রহীম তিন দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। তিনি একই উপজেলার পদ্মপুকুর গ্রামের গ্রাম পুলিশ সিদ্দিকুর রহমানের বাড়িতে গিয়াস উদ্দিন গেদা পাগলার মাজারে যাতায়াত করতেন। সেখানে মাঝে মধ্যেই গানের আসর বসত। শুক্রবার রাতেও সেখানে আসর বসে। ওই আসরে পীর মুরিদদের পাঁচজনের ছেলে-মেয়ের বিয়ে দেয়া হয়। সেখানে আব্দুর রহীম উপস্থিত ছিলেন। তবে শনিবার দুপুরে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ উদ্ধারের পর পুলিশ সিদ্দিকুরের বাড়িতে গিয়ে দেখতে পায় তার পরিবারের সবাই পালিয়ে গেছে। তখন ওই বাড়িতে থাকা পীরের মুরিদ তিনজন নারী ও দুই জন পুরুষকে আটক করা হয়।
নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান জানান, প্রকৃত ঘটনা উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।