নাটোরে জাতীয় পতাকার সম্মানজনক ব্যবহারে মাইকিং

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-27 19:16:46

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকার সম্মানজনক ব্যবহার নিশ্চিতে সচেতনতা সৃষ্টিতে মাইকিং করেছে নাটোর জেলা তথ্য অফিস। এসময় পতাকা আইন যথাযথভাবে অনুসরণ করতে সকলের প্রতি অনুরোধ করা হয়।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে শহরের প্রধান প্রধান এলাকায় মাইকিং করা হয়।

জেলা তথ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, আগামীকাল ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত ভবনসমূহের শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। ভবনের শীর্ষে সোজা খুঁটিতে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। ছেঁড়া, ফাটা, বিবর্ণ বা ময়লাযুক্ত পতাকা উত্তোলন করা যাবে না। আয়তাকার জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ১০ অনুপাত ৬ এবং সূর্যাস্তের আগেই পতাকা নামিয়ে নিতে হবে।

জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জাতীয় পতাকার সম্মানজনক ব্যবহার নিশ্চিতে এবার পতাকা মনিটরিং উপ-কমিটি গঠন করা হয়েছে। পতাকা আইন লঙ্ঘন করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর