রাজাকারের তালিকায় রাজবাড়ীর ৪২ জন

রাজবাড়ী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-30 23:30:21

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে কাজ করা রাজাকারদের একটি তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম ধাপের ওই তালিকায় ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নাম এসেছে। এর মধ্যে রাজবাড়ীর পাঁচ উপজেলার ৪২ জন রাজাকারের নাম ঠাঁই পেয়েছে।

রাজবাড়ীর রাজাকারদের তালিকা

রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

রাজবাড়ীর রাজাকারদের তালিকা

রাজবাড়ীর পাঁচ উপজেলায় ৪২ জন রাজাকারের নাম আসার বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা দেখে নিশ্চিত হওয়া গেছে।

রাজবাড়ীর রাজাকারদের তালিকা

রাজাকারের তালিকায় দেখা যায়, ঢাকা বিভাগের ফরিদপুর জেলার মধ্যে রাজবাড়ীর রাজাকারের নামের তালিকা রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৬ জন (তালিকার ক্রমিক নং-৬২-৭৮), বালিয়াকান্দিতে ৩ জন (তালিকার ক্রমিক নং-৭৯-৮১), পাংশা উপজেলাতে ১৬জন (ক্রমিক নং- ৮২-৯৮) ও গোয়ালন্দ উপজেলাতে ৭ জন (ক্রমিক নং- ৯৯-১০৬) রয়েছে।

রাজবাড়ীর রাজাকারদের তালিকা

এর মধ্যে পাংশার ৯৮ নং তালিকায় লেখা রয়েছে নো নেম এবং ১০২ নং তালিকায় লেখা রয়েছে ডু।

এ সম্পর্কিত আরও খবর