দশ বছর পর দেশে আর দারিদ্র্য থাকবে না: অর্থমন্ত্রী

কুমিল্লা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-25 23:53:02

আগামী দশ বছর পর দেশে আর দারিদ্র্য থাকবে না বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে এদেশের কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সকল পেশাজীবী মানুষের সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর মাঠে পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে বাঙালি জাতি বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। এক সাগর রক্তের বিনিময়ে জাতি পেয়েছে একটি নতুন মানচিত্র। নির্যাতিত বাঙালি জাতি পেয়েছে স্বাধীনতা। বঙ্গবন্ধু এ দেশের মানুষের জন্য বহু কষ্ট করেছেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সোনার মানুষ তৈরি করতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, একজন মানুষের জীবনের বড় সফলতা হচ্ছে সততা, আদর্শ ও দেশপ্রেম। স্বাধীন দেশের একজন সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে এ দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে। স্বাধীন জাতি হিসেবে আমরা যে আত্মমর্যাদা পেয়েছি তা একদিনে আসেনি, এর জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে।

সম্মেলনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইলিয়াস মিয়া, লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন কামাল, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুম হামিদ, গোলাম জিলানী, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনতাজ খান।

এ সম্পর্কিত আরও খবর