বিজয় দিবসে স্মার্টকার্ড পেলো ১৩৮ মুক্তিযোদ্ধা

ময়মনসিংহ, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-26 00:39:07

মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরের ১৩৮ জন মুক্তিযোদ্ধাকে স্মার্ট কার্ড দেয়া হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয় পাবলিক হলে আয়োজিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। 

এরপর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, রওশন আরা নজরুল, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র প্রমুখ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বলেন, আমাদের ১৯৭ জন জীবিত মুক্তিযোদ্ধা আছে। এর মধ্যে ১৩৮ জন মুক্তিযোদ্ধা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে স্মার্ট কার্ড পেয়েছেন। যারা পাননি তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড পাবেন।

এ সম্পর্কিত আরও খবর