সাফারি পার্কে রেকর্ড সংখ্যক দর্শনার্থী

গাজীপুর, দেশের খবর

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 02:06:26

বিজয় দিবসের ছুটিতে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সব মানুষের পদচারণায় মুখর ছিল সাফারি পার্ক। সবচেয়ে বেশি দর্শনার্থী ছিলো কোর-সাফারি পার্কে।

কর্তৃপক্ষ বলছে, এ যাবৎকালের সবচেয়ে বেশি দর্শনার্থী সোমবার (১৬ ডিসেম্বর) সাফারি পার্কে প্রবেশ করেছে। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে ৪৫ হাজার দর্শনার্থী প্রবেশ করে, যা পার্কের ইতিহাসে সবচেয়ে বেশি।

ছুটির দিনে ছেলে-মেয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে আসা আহসান হাবিব বার্তা২৪.কম-কে বলেন, বিজয় দিবস উপলক্ষে ছুটির দিনে ঘুরতে এসেছি। পাখি, সাপ, সিংহ, বাঘ, ভালুক দেখে ছেলে-মেয়েরা অনেক মজা পেয়েছে।

৭ বছর বয়সী আহনাফ ইমতিয়াজ বলেছে, আমি পাখি দেখেছি। পাখি আমার হাতের এসে বসেছিলো। অনেক মজা পেয়েছি। কাছ থেকে বাঘ দেখেছি।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বার্তা২৪.কম-কে বলেন, আমার জানা মতে এর আগের এতো মানুষ একদিনে প্রবেশ করেনি। বাঘ, ভালুক, সিংহ জেব্রা, জিরাফ দেখতে সবচেয়ে বেশি মানুষ ছিলো কোর সাফারি পার্কে।

সকাল ৯টা থেকেই এখানে ভিড় শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত একই ভিড় ছিলো। আজ দর্শনার্থীদের জন্য ১২টি বাস ছিলো বলেও জানান এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর