জয়পুরহাটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিতকরণ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা পামডো’র প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়-ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ইভিপিআরএ প্রকল্পটি ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী ও পামডো সম্মিলিত ভাবে জয়পুরহাট সদর, পাঁচবিবি ও দিনাজপুর সদর, ফুলবাড়ি ও বিরামপুর উপজেলায় বাস্তবায়ন শুরু করে ২০১৬ সালের ১ জানুয়ারি, যেটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর।
স্থানীয় অতিদরিদ্র জনগোষ্ঠীর সংগঠন ও স্থানীয় কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে অতিদরিদ্র জনগোষ্ঠীর প্রবেশাধিকার ত্বরান্বিত করাই প্রকল্পটির লক্ষ্য বলে জানান বক্তারা।