প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ফরিদপুরের সদর উপজেলার একটি পৌরসভার ২৭টি ওয়ার্ড ও ১২টি ইউনিয়নের প্রায় ৬ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তার বাসভবন বদরপুরের আফসানা মঞ্জিলে এসব শীতবস্ত্র দরিদ্রদের হাতে তুলে দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজার সভাপতিত্বে শীতবস্ত্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এইচএম ফোয়াদ প্রমুখ।
এ সময় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী রয়েছেন বলেই দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছেন। ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইংল্যান্ডে-আমেরিকার মতো উচ্চ আয়ের দেশের মর্যাদায় আসীন হবে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাকে সহযোগিতা করে যেতে হবে।’