কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে এ জরিমানা করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাইমিন আল জিহান।
জরিমানাপ্রাপ্তরা হলেন- আলতাফ মোল্লা (৪৬), ফরিদ (৩৪), আনিস (২৯) এবং শামীম (১৯)। তারা সকলেই চাঁদপুর এলাকার বাসিন্দা।
কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাইমিন আল জিহান জানান, উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর ডাকুয়া নদীর হাসদিয়া বালুমহাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছিল। এ কারণে ওই ৪ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনকারী মেশিন এবং পাইপ নষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।