অবৈধ ভাটায় অভিযানে ২ লাখ কাঁচা ইট ধ্বংস

ঝালকাঠি, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,বরিশাল | 2023-08-29 21:18:57

ঝালকাঠি জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইট উৎপাদন এবং অবৈধভাবে ড্রাম চিমনি দ্বারা ইটভাটার কার্যক্রম পরিচালনা করার দায়ে মেসার্স এম বি এল ব্রিকস নামে এক অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইটভাটায় থাকা প্রায় ২ লাখ কাঁচা ইট ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ধ্বংস করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠির নলিটি উপজেলার দক্ষিণ মগর গ্রামের করুয়াকাটি এলাকায় ওই ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিম।

এ সময় পরিবেশ অধিদপ্তর, নলিটি পুলিশ প্রশাসন ও বরিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযানের সত্যতা স্বীকার করে বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. তোতা মিয়া বার্তা২৪.কম-কে জানান, অবৈধ ভাবে মেসার্স এম বি এল ব্রিকস ইটভাটাটি পরিচালনা করে আসছিলো। এমন অভিযোগে ওই ইটভাটায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)” অনুযায়ী অভিযান পরিচালনা করে ইটভাটাটি বন্ধসহ প্রায় ২ লাখ কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর